স্টাফ রিপোর্টার ।।
দৈনিক ভোরের কাগজ এর কুমিল্লা জেলা প্রতিনিধি জানে আলম মজুমদার দুলাল এর মাতা মোসাম্মৎ জমিলা বেগম (৭৯) রবিবার ১৬ এপ্রিল রবিবার বিকাল চারটায় জেলার নাঙ্গলকোট উপজেলার মানিক মুড়া মজুমদার বাড়ির নিজ বাসভবনে বার্ধক্যজনিত বয়সে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন । মৃত্যুকালে জমিলা বেগম স্বামী মজিদ উল্লাহ মজুমদার ও ৩ ছেলে ৭ মেয়েসহ গুণগ্রাহী রেখে যান। গতকাল রোববার জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আগামী বুধবার (১৯) এপ্রিল বাদ মাগরিব নাঙ্গলকোট মজুমদার বাড়িতে মরহুমার কুলখানি অনুষ্ঠিত হবে। মরহুমার বড় ছেলে সাংবাদিক দৈনিক ভোরের কাগজের কুমিল্লা জেলা প্রতিনিধি জানে আলম মজুমদার দুলাল সকলের কাছে তার মায়ের জন্য দোয়া চেয়েছেন এবং সকলকে কুলখানিতে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।
তার মৃত্যুতে কুমিল্লার সাংবাদিক মহল গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।