শফিউল আলম রাজীব, দেবীদ্বার:
কুমিল্লার দেবীদ্বারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ'র আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে দেবীদ্বার থানা গেইট সংলগ্ন ফুডপার্ক রেস্টুরেন্টে বাংলাদেশ মুক্তিযুদ্ধা সন্তান সংসদ দেবীদ্বার'র আহবায়ক মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব খাইরুল আলম ভূইয়ার সঞ্চালনায় আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সামমিয়া সরকার ( শানু মেম্বার), মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, শিক্ষক নেত্রী রাহেলা মজুমদার, ইসমাইল হোসেন মাষ্টার।
এছাড়াও উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, সংগঠক মতিউর রহমান, হালিমা আক্তার, আবদুর নুর মোল্লা, গোলাম রাব্বি প্লাবন, মিজানুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় সংগঠনের নেতৃবৃন্ধ বলেন, আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এবং মানবতার কল্যানে কাজ করতে আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠা। ১৪০ জন সদস্য নিয়ে আমাদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শিঘ্রই পুর্নাঙ্গ কমিটি ঘোষনার মধ্যে দিয়ে আমাদের সংগঠনের কার্যক্রম আরো বেগবান করা হবে।