1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
দৈনিক রূপসী বাংলার সম্পাদক হাসিনা ওহাব আর নেই - Dainik Cumilla
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমরা মানুষকে জবান দিচ্ছি, চেষ্টা করব সেটা রাখার জন্য: চৌদ্দগ্রামে তারেক রহমান দেবীদ্বারে প্রবাসী বন্ধুত্বের অনন্য দৃষ্টান্ত: পার্টনারের মেয়ের বিয়েতে হেলিকপ্টারে ওমানের শীর্ষ ব্যবসায়ি কুমিল্লা-১০ আসনের মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা নাঙ্গলকোটে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল বোরো আবাদে ব্যস্ত সময় পার করছেন ব্রাহ্মণপাড়ার কৃষকরাভা লো ফলনের আশায় বাড়ছে কর্মচাঞ্চল্য, উৎপাদন খরচ বৃদ্ধিতে উদ্বেগ আজ তারেক রহমানের কুমিল্লা সফর ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ দৈনিক রূপসী বাংলার সম্পাদক হাসিনা ওহাব আর নেই কুমিল্লার রেললাইনে যুবকের গলাকাটা লাশ উদ্ধার একটি দল দেশ শাসনের জন্যে বাংলাদেশকে বিক্রি করে দিতে চায় : ডা. তাহের ঋণখেলাপি, ব্যাংক ডাকাত ও দুর্নীতিবাজদের টিকিয়ে দিয়েছে- ভোটের মাধ্যমেই তাদের জনগন প্রত্যাখ্যান করবে”- হাসনাত আব্দুল্লাহ

দৈনিক রূপসী বাংলার সম্পাদক হাসিনা ওহাব আর নেই

  • প্রকাশিতঃ রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৩২ বার পঠিত
দৈনিক কুমিল্লা রিপোর্ট।।
দৈনিক রূপসী বাংলার সম্পাদক,  কুমিল্লা পৌরসভার সাবেক কমিশনার , জাতীয় মহিলা সংস্থার সাবেক সাধারণ সম্পাদক কীর্তিমতী সাংবাদিক বেগম হাসিনা ওহাব আর নেই।  রোববার (২৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫ টায় তিনি কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন হাসিনা ওহাবের ছোট ছেলে দৈনিক রূপসী বাংলা প্রত্রিকার বার্তা সম্পাদক আসিফ তরুনাভ। মৃত্যুককালে তিনি  তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রহী রেখে যান । দৈনিক রূপসী বাংলার সম্পাদক হাসিনা ওহাবের মৃত্যুতে কুমিল্লার সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে আসে।
কুমিল্লা  প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক  ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাক ইমতিয়াজ আহমেদ জিতু বলেন,দৈনিক রূপসী বাংলা এর সম্পাদক হাসিনা ওহাব শুধুমাত্র একজন কীর্তিময় সাংবাদিক ছিলেননা তিনি একাধারে বহু গুনের অধিকারী ছিলেন। তার মৃত্যুতে কুমিল্লা প্রেসক্লাবসহ কুমিল্লার সাংবাদিক মহল গভীর শোকাহত। তার পরিবারকে আল্লাহ এ শোক কাটিয়ে উঠার তৌফিক দান করেন।
কুমিল্লার প্রবীন সাংবাদিক এটিএন বাংলা ও এটিন নিউজের কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিক বলেন, সাংবাদিক হাসিনা ওহাব যেমন একজন গুণধর সাংবাদিক ছিলেন। কুমিল্লার বেশির ভাগ সাংবাদিক তৈরি হয়েছে এ পত্রিকা থেকে। তার মৃত্যুতে কুমিল্লা একজন শিষ্টাচার গুণী সাংবাদিককে হারালো। দীর্ঘ  ৫৪ বছর ধরে প্রকাশিত  দৈনিক রূপসী বাংলা পত্রিকাটি দেশের ক্রান্তি লগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। উল্লেখ্য রোববার বাদ জোহর বাগিচাগাও জামে মসজিদে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD