শফিউল আলম রাজীব, দেবীদ্বার:
কুমিল্লার দেবীদ্বারে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বর্ষবরণ উৎসব উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীত ও পরে বৈশাখের আগমনী গান "এসো হে বৈশাখ এসো এসো" গানে মুখরিত হয়ে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা নিয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মঙ্গল শোভা যাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, কুমিল্লা উত্তর জেলা মহিলা আ'লীগের সভাপতি শিরিন সুলতানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর, পৌর আ'লীগের সভাপতি হাজী আবুল কাশেম চেয়ারম্যান, উপজেলা আ'লীগের সহ-সভাপতি লুৎফর রাহমান বাবুল, উপজেলা শিক্ষা কর্মকর্তা শরিফ রফিকুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা রমেন সাহা, পল্লী বিদ্যুৎ ডিজিএম প্রকৌশলী দীপক সিংহ প্রমুখ। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করেন উপজেলা শিল্পকলা একাডেমীর শিক্ষার্থীরা। পরে উপজেলা পরিষদ চত্বরে লোকজ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা।