শফিউল আলম রাজীব,দেবীদ্বার
কোনো ধরনের পূর্ব নোটিশ কিংবা ঘোষণা ছাড়াই বাখরাবাদ গ্যাস ডিস্টিভিউশন কোম্পানি গ্যাস সরবরাহ বন্ধ রাখায় পবিত্র রমজান মাসে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে প্রায় ১৮ হাজার গ্রাহককে।
বাখরাবাদ গ্যাস রেগুলেটিং স্টেশনে যান্ত্রিক ত্রুটি দেখিয়ে দুই দিন ধরে কুমিল্লার দেবীদ্বার ও মুরাদনগর উপজেলার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। বিনা নোটিশে গ্যাস বন্ধ রাখায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড’র দেবীদ্বার-মুরাদনগর উপ-শাখা কার্যালয়ের অধিনে দেবীদ্বার ও মুরাদনগর এলাকায় ১৭ হাজার ৯০৮ টি গ্রাহক সেবা রয়েছে। এগুলোর মধ্যে মিটার বিহীন আবাসীক গ্যাস সংযোগ রয়েছে ১৬ হাজার ৮৩১টি, বেকারী ১০টি, হোটেল ৩৭টি, সিএনজি ৩টি, ইন্ডাষ্ট্রীজ ২টি ও ডমিস্টিক ২৪টি সংযোগ রয়েছে।
জানা গেছে, রোববার দুপুর থেকেই হঠাৎ বাখরাবাদ গ্যাস ডিস্টিভিউশন কোম্পানি লিমিটেড'র দেবীদ্বার ও মুরাদনগর উপজেলায় গ্রাহকদের মাঝে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে পবিত্র রমজান মাসে ইফতার ও সেহরি খাবার নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। অনেকেরই বিকল্প রান্নার ব্যবস্থা না থাকায় হোটেল থেকে খাবার ক্রয় করে শুকনো খাবার খেয়ে রোজা রাখছেন। অনেকে আবার মাটিতে গর্ত করে ইট বসিয়ে কোনোরকম রান্নার কাজ সেরে নিচ্ছেন। এ ঘটনায় দেবীদ্বার ও মুরাদনগর উপজেলার প্রায় ১৮ হাজার গ্রাহকের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। অনেক গ্রাহককে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
দেবীদ্বার পৌর এলাকার বাসিন্দা কাজী নাসির বলেন, হঠাৎ করে রোববার দুপুরে গ্যাস চলে যাওয়ায় গতদিন ইফতার তৈরি করা সম্ভব হয়নি, তাই আজ গর্ত করে ইট বসিয়ে কোনোরকম খাওয়ার ব্যাবস্থা করছি। আরেক গ্রাহক মোঃ শাহআলম জানান, গ্যাস লাইন ছাড়া আমার বাসায় রান্না করার বিকল্প কোনো ব্যবস্থা নেই তাই হোটেল থেকে কিনে ইফতার ও সেহরী খেতে হয়। এমন কথা আরো অনেকেই বলেছেন।
কথা হয় এক গৃহিনী রোবিনা আক্তারের সাথে তিনি বলেন, রোববার দুপুর থেকে গ্যাস না পেয়ে অপেক্ষায় ছিলাম সন্ধ্যায় গ্যাস আসবে। কোনোরকম ইফতার শেষ করি, কিন্তু রাতেও গ্যাস না আসায় বিপাকে পড়তে হয়েছে সেহরী খাওয়া নিয়ে। নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রাহক বলেন, বাখরাবাদ গ্যাস কোম্পানির কর্মকর্তারা কাণ্ডজ্ঞানহীন হওয়ায় এভাবে বারবার বিনা নোটিশে গ্যাস সরবরাহ বন্ধ করে রাখেন। তারা মানুষ হলে রমজানে এমন কাজটা করতে পারত না।
সোমবার রাতে বাখরাবাদ গ্যাস কোম্পানি দেবীদ্বার ও মুরাদনগর শাখার উপ-ব্যাবস্থাপক নূর করিমকে একাধিকবার ফোন করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে রোববার রাতে তিনি বলেছিলেন বাখরাবাদ গ্যাস রেগুলেটিং স্টেশনে যান্ত্রিক ত্রুটির কারণে দেবীদ্বার ও মুরাদনগর উপজেলার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। সমস্যা সমাধানে কাজ চলছে। সোমবার বিকেলের মধ্যে গ্যাস সরবরাহ সম্ভব হবে।
১১-০৪-২০২৩ইং