ইউনিট-দাউদকান্দি হাইওয়ে থানা, কুমিল্লা রিজিয়ন, কুমিল্লা।
অদ্য ০৮/০৪/২০২৩ইং তারিখ রাত অনুমান ২৩.৩০ ঘটিকায় কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানাধীন হাইওয়ে কুমিল্লা রিজিয়নের দাউদকান্দি হাইওয়ে থানার এসআই/রনজু মিয়া সঙ্গীয় এএসআই/আনোয়ার হোসেন ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি ফায়ার সার্ভিসের সম্মুখে ঢাকামুখী মহাসড়কে পিকআপ নং-ঢাকা মেট্রো ন ২১-২৬৯৩ তল্লাশী করে চালক মোঃ হৃদয় (২১), পিতা-মোঃ হাসান, সাং-গোলাপের চর, থানা-দাউদকান্দি, কুমিল্লা এর দেখানো মতে গাড়ীর পিছনে থাকা ০২টি ক্যারেটের মধ্য হতে কসটেপে মোড়ানো ০৪টি বান্ডিলে থাকা মোট ১৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার অনুমান মূল্য (১৪.৫০০×১০,০০০) ১,৪৫,০০০/- টাকা উদ্ধারপূর্বক সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন।
হাইওয়ে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে।