প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৫, ১১:২৩ পি.এম
মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্রকে হত্যার চেষ্টা অব্যাহত

দৈনিক কুমিল্লা রিপোর্ট।। ।।
আসামি ও অপরাধী চক্র নাশকতা তৈরি করে তথ্য বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতার মাধ্যমে মিথ্যে মামলায় জড়িয়ে তার ক্ষতি সহ হত্যার চেষ্টা চালায়। তারা ধারাবাহিকভাবে একটির পর অপরাধ করেই আসছে। শুভ্র জানান, অবশ্যই উক্ত আসামীদের পরোক্ষ সহচর ও গুপ্তচর হিসাবে আমার চেনা জানা পরিচিত কোন লোকজন অনৈতিক উদ্দেশ্যে আমার পিছনে লাগিয়ে রেখেছেন।
মওদুদ আব্দুল্লাহ শুভ্র বলেন, আমি দেশের নাগরিক হিসাবে আমি সকল ধরনের ব্যবস্থা গ্রহন করার পরেও যদি অভিযুক্ত আসামী এমন টা করে থাকে, এর থেকে নিন্দনীয় কোন কাজ হতে পারে না।তবে এই এজহার নামীয় আসামীদের কে অবশ্যই পুলিশসহ প্রশাসনের বিভিন্ন বাহিনী আমার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে খোঁজার দায়িত্ব পায়, তারা আত্নগোপন থেকে আমার সাথে আসামীরা এইরকম অপরাধ মূলক আক্রমণ করতে থাকে।
এই ধরনের আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহন করার পরও যদি অভিযুক্ত আসামীগন এই ধরনের অপরাধ করবে ঘোষণা দিয়ে বলে বেড়ায় সুনিশ্চিত যে কোন ধরনের অপুরনীয় ক্ষতি করবে তাহলে এতো আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহন করে নিরাপত্তার জায়গায় প্রাণনাশ সহ যেকোনো ধরনের ক্ষতির দায়ভার কে বহন করিবে? কে নিবে দায়িত্ব?
এই বিষয়ে মামলার বাদী মওদুদ আব্দুল্লাহ শুভ্র জানায়, আমার দায়ের করা দুটি মামলার এজহার নামীয় সকল আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রেখেছে ও রাখবে। অন্য দিকে মামলার বাদী মওদুদ আব্দুল্লাহ শুভ্রর আসামী সহ আসামীদের পক্ষের লোকজন যারা তার দায়ের করা মামলার প্রত্যাহার সহ বিভিন্ন ভাবে অপরাধ করে যাচ্ছে তাদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সর্বশেষ জি ডি করেন নাম্বার:-১৮৮২, তারিখ-২৬.১০.২০২৫ইং ইতিমধ্যে করা হয় অত:পর সংবাদ প্রকাশের সুত্র ধরে আসামীগনসহ অপরাধী চক্র সঙ্গীয় অপরাধের মুল হোতাগন এবং তারা প্রশাসন মিথ্যা পরিচয় ব্যবহার করে মোবাইলে হুমকি ধমকি সহ সংলিস্ট অপরাধে অভিজুক্ত আসামীদের বিরুদ্ধে দায়ের করা মামলাসমুহ প্রত্যাহার চাপ প্রয়োগ সহ কৌশলিকভাবে এই অপরাধীগন " স্যার নামীয় চক্র গ্রুপ নারী পুরুষ যৌথ সিন্ডিকেট " তারা সামাজিক পরিসরে ধর্মীয় এবং রাজনৈতিক তথ্য বিভ্রান্তি ছড়িয়ে মামলার গতিবিধি পরিবর্তন করার প্রচেষ্টায় বিভিন্ন ধরনের ষরজন্ত্র প্রায় প্রতিনিয়ত অবস্থান নিয়ে করেই জাচ্ছে। অপরাধী ও আসামিদের পরোক্ষ কিছু রহস্যময়ী লোকজন দেখা জায় সরাসরি ও মোবাইলে কল ও এস এম এস দিয়ে তারা প্রশাসনের পদ পরিচয়ে ও ছদ্মবেশী বিভিন্ন রুপ ধারন করে ভিক্টিম মওদুদ আব্দুল্লাহ শুভ্র'র আশে পাশেই অবস্থান নিয়ে তারা ” স্যার নামীয় একটি চক্র বা স্যার গ্রুপ" একেতো পরিকল্পিত ধারাবাহিক অপরাধ আইন অমান্য করে করেই চলছে অন্য দিক থেকে তারাই এই পুরো চক্রটি অগ্রীম আল্টিমেটাম সুনিশ্চিত ও সুনির্দিষ্ট ভাবে তারিখ উল্লেখ করে ক্ষতি সাধন করবে বলে নারী পুরুষ গ্রুপটি ইতিমধ্যে জানান দেয়, এরই ধারাবাহিকতায় এই সকল অপরাধীদের বিরুদ্ধে কুমিল্লা স্থানীয় প্রকাশিত পত্রিকা সহ একাধিক অনলাইন পত্রিকাতে ডকুমেন্টারি নিউজ করা হয় উক্ত সন্ত্রাসীদেরকে আইনের আয়তনে শাস্তি প্রদান করা এবং ভিকটিম মওদুদ আব্দুল্লাহ শুভ্র’র মামলার বাদী নিরাপত্তা সুনিশ্চিত করা দৃষ্টি আকর্ষণ করে প্রকাশিত হয়। এরই নিউজ সুত্র ধরে তারা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে সরাসরি পুনরায় হত্যার উদ্দেশ্য আহত করে দুই মোটরসাইকেলে হ্যালমেট পরিহিত অবস্থায় গুরতর আঘাত করে উপরোক্ত অপরাধীগনরা পরোক্ষ কিছু লোক জন দিয়ে মোবাইল ফোন, নগদ টাকা ও ক্যামেরা সহ সব ছিনিয়ে নিয়ে যায় এই ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করা হয় :১৫.১০.২০২৫ইংতারিখ। কুমিল্লা পরবর্তীতে পুলিশ প্রশাসন অভিযোগ পরিপ্রেক্ষিতে ঘটনা স্থল পরিদর্শন করে ঘটনাস্থলের পূর্ব থেকে এ ধরনের ঘটনা গুলো ঘটেই চলছে বলে স্থানীয় মানুষরা বলেন। এই অভিযোগ অপরাধ ঘটনার সি সি টি ভি স্থির চিত্র ফুটেজ সহ অপরাধের অনেক বস্তুগত আলামত ঘটনাস্থলের আশে পাশে উদ্ধার করে তদন্ত করে অনেক অপরাধের রহস্য সন্ধান পায়।অত:পর উক্ত অভিযোগ টি সকল ঘটনা সত্যতার অনুকূলে মামলায় রেকর্ড ভুক্ত করা হয়। মামলা নাম্বার- ৫০, জি আর – ৮১২,তারিখ:- ১৭.১০.২০২৪ইং ( দস্যুটা সংক্রান্ত )।এই দস্যুতার মামলার সুত্র ধরে অপরাধের অভিযোগে অভিযুক্ত আসামীচক্রগনদের গ্রেফতারের অভিযান থানা পুলিশ একাধিক বার অভিজান চালায় এবং আগামীতেও অভিযান অব্যাহত রেখে সকল আসামীগন ও অপরাধী চক্রদের গ্রেফতারের মধ্য দিয়ে এই মামলার বাদী পেশাজীবি, জাতীয় - অনলাইন পত্রিকার সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র থেকে আহত করে জোর পূর্বক ভাবে লুট করে নেওয়া নগদ টাকা, মোবাইল ফোন ও পেশাগত কাজের ক্যামেরা উদ্ধার করবেই বলে পুলিশ জানায়।
মানবাধিকার খবরের সম্পাদক ও প্রকাশক জনাব রিয়াজ উদ্দিন বলেন, মওদুদ আব্দুল্লাহ শুভ্র কুমিল্লার ব্যুরো চীফ তিনি সেই ২০১৯ সাল থেকে এই পত্রিকার এই পদ বহন করে সাংবাদিকতার পাশাপাশি পেশাজীবি হয়ে কাজ করছেন।তিনি মানবতার কল্যানে অধিকার বঞ্চিত মানুষের অধিকার আন্দোলনের দাবিতে তিনি নিঃস্বার্থভাবে মানবিক মানুষ হিসেবে লড়াই করেছেন অনেক নিউজ করেছেন, বিগতদিনের ক্ষমতাসীন দলের লোকেরা তাকে বহু বার তার পেশাগত কাজে বাধা প্রদান করে তাকে আঘাত প্রাপ্ত করেছে তারপরও তিনি সাংবাদিকতার পেশা থেকে সরে যাই নাই। তিনি একজন মানবাধিকার সাংবাদিক। সত্যের নিরীক্ষা আলোর সন্ধানে প্রকৃত সত্যি ঘটনাটা তিনি তুলে ধরেন সমাজের বুকে। এতে আইনগতভাবে যিনি বৈধ অর্থাৎ যিনি সঠিক রয়েছেন তিনি আইনি সুখাধিকার ভোগ করেন মানবাধিকারের প্রতিষ্টিত আইনের মাধ্যমে আর যিনি অন্যায়কারী অর্থাৎ অপরাধী তিনি বৈধ আইনের কাছে অবৈধ হয়ে যখন অপরাধী সাব্যস্ত হন, তখনই দেখা গিয়েছে এই নিকৃষ্ট মনে অপরাধী চক্রটা বিভিন্ন তথ্য বিভ্রান্তি যেটা সামাজিক পরিসরে ধর্মীয় এবং রাজনৈতিক মূল্যবোধে আঘাত লাগে এই ধরনের আপত্তিকর বিভ্রান্তি ছড়িয়ে তাকে তার পেশাগত জীবন থেকে সরিয়ে নেওয়ার জন্য প্রতিনিয়ত চক্রান্ত করে যাচ্ছে। এই ব্যাপারে যিনি সকল আইনগত পদক্ষেপ প্রশাসনকে অবগত করে গ্রহণ করেন। এরপরও যদি একজন মানবাধিকার কর্মী এবং জাতীয় পত্রিকার একজন সাংবাদিক ও পেশাজীবী মানুষ আইনের দৃষ্টিতে ন্যায়বিচারটা না পায়, আর অপরাধীদেরকে বিচার করে শাস্তি আওতায় না আনা হয় তাহলে তার মানবাধিকার হনন হবে সাথে মানবাধিকার আইন লংঘনজনক অপরাধ অপরাধী অভিযুক্ত ব্যক্তি এবং সংগঠিত কথিত স্যার নামীয় চক্রটি যে বেপোরোয়া ভাবে বে- আইনি কাজ করে আইন লংঘিত করছে তাদের উপযুক্ত শাস্তি না হলে। পেশাজীবি ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ জীবনে তাকে টার্গেট করে তার পরিবারের জীবনের সাথে কেউ যদি কোন ধরনের বেআইনি কার্যক্রমের যে কোন ষড়যন্ত্রমূলক ক্ষতি সাধন করে অপরাধ সংঘটিত বিগত দিনেও করেছে আর এখন যেহেতু মওদুদ আব্দুল্লাহ লিখিত অভিযোগ ও প্রমাণপত্রের রেকর্ড সংযুক্তি ক্রমে পুলিশ প্রশাসনের ন্যায় বিচার প্রাপ্তির আশায় দাখিল করে আর পুলিশের নিরপেক্ষ অনুসন্ধানের সকল সত্যতার যাচাই হয়ে মওদুদ আব্দুল্লাহর পক্ষে যেহেতু রাষ্ট্রবাদী হয়ে অভিযুক্ত অপরাধীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেন , এই খানে নিরাপত্তলঙ্ঘিত কোন ঘটনা ঘটলে এর দায়ভার প্রশাসনকে অবশ্যই বহন করতে হবে।
এই বিষয়ে মামলার তদন্তের আয়ু এস আই সজীব দও বলেন, এই দস্যু চক্রটি নগরীর বিভিন্ন এলাকাতে বিভিন্ন ছদ্মবেশে প্রায় অপরাধ সংগঠিত করে আসছে, তারা সংগবদ্ধ একটি অপরাধী চক্র। সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ থানার দায়ের হওয়ার পরে মামলার আসামীদের বিভিন্ন তথ্য সুত্রে গ্রেপ্তারের অভিজান চালাচ্ছি এবং এই মামলার সকল আসামীদের গ্রেপ্তারের মধ্যে দিয়ে আসামীদের দস্যুতার লুট হওয়া মালামাল উদ্ধার অতি দ্রুত করা হবে।
এই ব্যাপারে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মইনুল ইসলাম বলেন,সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র' র দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আসামীগনদের অতি দ্রুত গ্রেপ্তারের আওতায় আনা হবে।
Copyright © 2025 Dainik Cumilla. All rights reserved. | Developed by UNIK BD