
মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে গুনবতী আল-আমিন সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা এবং এইসএসসি, আলিম ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২ শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার গুনবতী ইউনিয়নের কালিয়াতল এলাকায় একটি হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের অধ্যাপক, বিশিষ্ট শিক্ষানুরাগি কাজী মো. বরকত আলী।
আল-আমিন সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মো. শাহ আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুপ্রিমকোর্টের বিশিষ্ট আইনজীবী মো. আল-মামুন রাসেল, কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কুমিল্লা দক্ষিণ জেলা চেয়ারম্যান ছাত্রনেতা মো. মহিউদ্দীন রনি। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সচেতন অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আল-আমিন সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী মো. মহি উদ্দীন কাইয়ুম, সদস্য মো. গিয়াস উদ্দীন, মো. আইনুল ইসলাম সোহাগ, মো. সাহাব উদ্দীন, কাজী এনাম প্রমুখ। একেবারে অজোপাড়া গাঁয়ে মনোরম পরিবেশে এমন একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনার আয়োজন করায় আল-আমিন সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অনুষ্ঠানে আগত কৃতি শিক্ষার্থীবৃন্দ। এ সময় তাদের মাঝে প্রাণের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। সন্তানদের সংবর্ধনা প্রদান করায় উপস্থিত সচেতন অভিভাবকরাও ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করেছেন।