শামীম রায়হান ॥
কুমিল্লার হোমনায় পুকুরের পানিতে ডুবে তাকিয়া আয়মান নামে দুই বছরের কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার( ৭ এপ্রিল)দুপুরে উপজেলার চান্দেরচর ইউনিয়নের শোভারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে একই গ্রামের সাইফুল ইসলাম শাকিলের কনিষ্ঠ মেয়ে।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জানা গেছে, তাকিয়া শুক্রবার দুপুরে বাড়ির পাশের আঙ্গিনায় অন্যান্য শিশুর সাথে খেলা করছিল। হঠাৎ খেলার ফাঁকে বাড়ির পাশে পুকুরে পানিতে ডুবে যায়।আত্মীয়স্বজনরা কোথাও খুঁজে না পেয়ে বাড়ির পাশে পুকুরে পানিতে ভাসতে দেখে তাকিয়া আয়মানকে
তাৎক্ষনিক ভাবে স্বজনরা উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।