নেকবর হোসেন:
মানব ও অর্থপাচারের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশ। ওই ব্যক্তির কাছ থেকে ডলারসহ এক কোটি ২০ লাখ টাকা ও সাতটি পাসপোর্ট জব্দ করা হয়। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান।
পুলিশ সুপার জানান, বুধবার রাতে আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ঘোড়ামারা এলাকার হাবিব মোটরস থেকে মো. জাহাঙ্গীর হোসেন (৪৪) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তিনি কুমিল্লার লালমাই উপজেলার জয়নগর এলাকার বাসিন্দা। এ সময় তার দেহ তল্লাশি করে পকেট থেকে সাতটি বাংলাদেশি পাসপোর্ট এবং ২০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে তার তথ্যমতে তার বাড়িতে গিয়ে একটি ট্রাংকের ভেতরে রাখা এক কোটি ১৩ লাখ ২৬ হাজার ১০০ টাকা এবং পাঁচ হাজার ১০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা আব্দুল মান্নান আরও জানান, দীর্ঘদিন ধরেই মানব ও মুদ্রা পাচার করে এই টাকা জমিয়েছেন বলে স্বীকার করেছেন ওই ব্যক্তি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।