নেকবর হোসেন
মানবিক কুমিল্লার আয়োজনে কুমিল্লা নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের চৌয়ারা সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো দিনব্যাপী এক বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প। শনিবার আয়োজিত এই কর্মসূচিতে প্রায় সাড়ে আট হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।এই ক্যাম্পে স্বাস্থ্যসেবা ছাড়াও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা এবং কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু।তিনি বলেন, “চিকিৎসা সেবা এখন অনেক সাধারণ মানুষের নাগালের বাইরে। তাই আমরা নিম্ন আয়ের মানুষের জন্য ধারাবাহিকভাবে এই ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজন করছি। ইতোমধ্যে ১৭টি ওয়ার্ডে ক্যাম্প সম্পন্ন হয়েছে, সব ওয়ার্ডেই ফলোআপের পরিকল্পনা রয়েছে।”
ক্যাম্পে চিকিৎসা সেবায় নেতৃত্ব দেন ড্যাব কুমিল্লার সভাপতি ডা. মিনহাজ তারেক, সাধারণ সম্পাদক ডা. সফিকুর রহমান, মহানগর বিপিএমপি সাধারণ সম্পাদক ডা. রাসেল আহমেদ চৌধুরী, অর্থোপেডিক্স সার্জন ডা. আফতাব উদ্দিন, ডা. প্রিয়ম চক্রবর্তী, ডা. মোস্তাফিজ জিতু, ডা. মুকিত ও ডা. তুহিন।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মানবিক কুমিল্লা ভবিষ্যতে কুমিল্লা মহানগরীর সকল ২৭টি ওয়ার্ডেই এমন মেডিকেল ক্যাম্প পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছে। আয়োজকরা জানান, যেসব রোগীর ফলোআপ প্রয়োজন হবে, তাদের জন্য পুনরায় চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে।