নাঙ্গলকোট প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের আয়োজনে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছাতে এবং ধানের শীষের প্রচারনায় কর্মী সমাবেশ বুধবার বিকালে ঢালুয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ঢালুয়া ইউনিয়ন বিএনপি নেতা শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা সাবেক আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া।
ঢালুয়া ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক পেয়ার আলম ও উপজেলা ছাত্রদল নেতা আমীর হামজা মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব নূরুল আফসার নয়ন, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোশারফ হোসেন, মক্রবপুর ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক কবির খান, উপজেলা শ্রমিক দল সাবেক সভাপতি সাঈদ ইকবাল, উপজেলা কৃষকদল সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ঢালুয়া ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন।
কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদল সভাপতি আবুল হাসেম মিয়াজী, রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি হায়াতুন্নবী, সাধারণ সম্পাদক মনির হোসেন মোল্লা, মৌকরা ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিক, নাঙ্গলকোট পৌরসভা তাতীদল সভাপতি মোবারক হোসেন, আদ্রা উত্তর ইউনিয়ন শ্রমিক দল সভাপতি ফারভেজ খান, বাঙ্গড্ডা ইউনিয়ন শ্রমিক দল সভাপতি মোহাম্মদ সুমন, সাধারণ সম্পাদক জামাল হোসেন, ছাত্রদল নেতা রফিকুল ইসলাম রবিন প্রমুখ।