শফিউল আলম রাজীব, দেবীদ্বার প্রতিনিধি ।।
দেবীদ্বারে খেলতে গিয়ে মাদ্রাসা ভবনের ছাদ থেকে পাশে থাকা গর্তের পানিতে পড়ে জিসান (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত জিসান দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের জয়নাল আবেদীন মেম্বারের পুত্র। সে হোসেনপুর মিশন ক্যাডেট স্কুলের ১ম শ্রেণীর ছাত্র ছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৫টায় নিহত জিসান তার খেলার সাথীদেরকে নিয়ে হোসেনপুর পূর্বপাড়া নতুন মসজিদের পাশে নতুন একটি মাদ্রাসার কাজ চলছে, ওই মাদ্রাসা ভবনের ছাদে খেলা করতে গিয়ে ছাদ থেকে পাশে থাকা গর্তে পড়ে যায়, পরে খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আছমা আক্তার তাকে মৃত ঘোষনা করেন।