নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাজিপুরা বালিকা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার ম্যানেজিং কমিটির সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে মাদরাসার দাতা সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী সাংবাদিক মোঃ মিজানুর রশিদ সভাপতি নির্বাচিত হন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ এটিএম আব্দুল্লাহ'র মেঝো ছেলে মিজানুর রশিদ ৯ জন সদস্যের মধ্যে ৭ জনের ভোট পেয়ে আগামী ২ বছরের জন্য সভাপতি নির্বাচিত হন।
মনোহরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার ও মাদরাসা ম্যনেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
মনোহরগঞ্জ উপজেলার হাজিপুরা গ্রামের সাবেক সরকারি কর্মকর্তা, সমাজ সেবক ও মাদরাসার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ এটিএম আব্দুল্লাহ সাহেবের মেঝো ছেলে মোঃ মিজানুর রশিদ এক প্রতিক্রিয়ায় জানান, আমার পিতা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমৃত্যু এ মাদরাসার উন্নয়নে, অত্রাঞ্চলের নারী শিক্ষার উন্নয়নে কাজ করে গেছেন। আমার পিতার দেখানো পথ ধরে আমিও এ মাদ্রাসার সন্তাষজনক ফলাফল, শিক্ষার মানোন্নয়নসহ সার্বিক উন্নয়নে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
এ সমস্ত কাজ সম্পাদনে তিনি মাদরাসার ম্যানেজিং কমিটি, শিক্ষক মন্ডলী, এলাকার শিক্ষানুরাগী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।
উল্লেখ্য, মোঃ মিজানুর রশিদ দীর্ঘদিন ধরে লাকসাম বাজার টেলিকম ব্যবসায়ী সমিতির সভাপতি এবং লাকসাম বাজার বণিক সমিতির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সূচনা লগ্ন থেকে লাকসাম সংবাদদাতা হিসেবে কাজ করছেন।