মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথবাহিনীর বিশেষ অভিযানে গাঁজা সহ মো. আব্দুল মমিন (৪২) নামে এলাকার চিহিৃত এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত আব্দুল মমিন উপজেলার চিওড়া ইউনিয়নের ডিমাতলী গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত মধ্যরাতে যৌথবাহিনী উপজেলার চিওড়া ইউনিয়নের ডিমাতলী গ্রামের মৃত আব্দুল হালিমের বাড়ীতে এক শ^াসরুদ্ধকর বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে একই বাড়ীর আবুল হোসেনের বসতঘরে তল্লাশী চালিয়ে ঘরের সিলিং এর উপর বিক্রয়ের জন্য রাখা ২ কেজি গাঁজা ও ঘরের পাশ থেকে রোপনকৃত অবস্থায় কয়েকটি তাজা গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ সময় চিহিৃত মাদক কারবারি আব্দুল মমিনকে আটক করে যৌথবাহিনী। এদিকে অভিযানের বিষয়টি টের পেয়ে অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। পরে আটককৃত আব্দুল মমিনকে থানায় নিয়ে আসা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে চিওড়ার ডিমাতলী এলাকা থেকে গাঁজা সহ চিহিৃত মাদক কারবারি আব্দুল মমিনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’