মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হেসেন। টিকা নিয়ে জনভীতি দূর করতে ও উপজেলার সাধারণ মানুষকে টিকাগ্রহণে উৎসাহিত করতে নিজের ১৪ মাস বয়সী কন্যা সন্তানকেই সর্বপ্রথম টাইফয়েডের এ টিকা প্রদান করেন তিনি। এতে উপজেলার সর্বস্তরের জনগণের প্রশংসার জোয়ারে ভাসছেন ইউএনও জামাল হোসেন।
সারাদেশে একযোগে শুরু হওয়া টাইফয়েড টিকাদান কর্মসূচির প্রথম দিনে রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা উচ্চ বিদ্যালয়ে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, টাইফয়েড খাবার ও পানি বাহিত জীবানু দ্বারা সংক্রমিত একটি রোগ। এ রোগে মানবদেহের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। এই জন্য আমাদেরকে স্যানিটাইজেশন এর উপর ব্যাপক জোর দিতে হবে এবং সময়মত শিশু-কিশোরদের টাইফয়েড এর টিকা দিতে হবে। এ টিকা নিয়ে জনমনে একটি ভীতি কাজ করছে, যা অবান্তর। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত এ টিকা নিয়ে সাধারণ মানুষের মাঝে কিছু ভুল তথ্য ছড়িয়েছে কিভাবে জানি না। প্রকৃতপক্ষে এ টিকার কোনো ক্ষতিকারক দিক নেই। আপনারা নির্ভয়ে এ টিকা গ্রহণ করতে পারেন। এ সময় তিনি টিকা গ্রহণে মানুষের মাঝে ছড়িয়ে পড়া বিভ্রান্তি দূর করার জন্য জনসচেতনতা তৈরির আহবান জানান সংশ্লিষ্টদের প্রতি।
ফেলনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুল মান্নানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল খায়ের পাটোয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাঈদ আল মনছুর ইনাম, মুন্সীরহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. এমদাদ উল্যাহ, সাধারণ সম্পাদক মো. বেলাল হোসাইন সহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।