মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রাস্তার ক্ষয় ক্ষতি ও প্রতিবন্ধকতা সৃষ্টির করার অপরাধে ১ ট্রাক চালককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ১২ অক্টোবর (রবিবার) ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান এ জরিমানা করেন।
প্রশাসন সূত্রে জানা যায়, মিরপুর হইতে কুমিল্লা গামী একটি বালুভর্তি ড্রাম ট্রাক চালকের অবহেলার কারণে ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় ডেবে গিয়ে রাস্তার ক্ষয় ক্ষতি হয়। এসময় ট্রাকটি সরানোর জন্য ট্রাক থেকে রাস্তায় বালি ফেলে ট্রাকটি খালি করার সময় জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান রাস্তার ক্ষয় ক্ষতি ও প্রতিবন্ধকতা সৃষ্টির করার অপরাধে ট্রাক চালককে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমনা করেন। এসময় ট্রাক চালককে সড়কের ভাঙা অংশ মেরামত করার মুচলেকা নেয়া হয়। এসময়
ব্রাহ্মণপাড়ার উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, এ ধরণের অপরাধের বিরোদ্ধে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক সচেষ্ট থাকবে। এ সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও আনসারের একটি দল উপস্থিত থেকে সহযোগীতা করেন।