মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
সারাদেশের ন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় টাইফয়েড টিকার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল ১২ অক্টোবর (রবিবার) দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোহাম্মদ হাসিবুর রেজা। ব্রাহ্মণপাড়া উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু কিশোর এ টিকা গ্রহণ করতে পারবে।
এসময় ব্রাহ্মণপাড়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোহাম্মদ হাসিবুর রেজা বলেন, টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ। যা শিশুদের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ। তবে সুখবর হচ্ছে, এখন টাইফয়েড প্রতিরোধের জন্য রয়েছে নিরাপদ ও কার্যকর টিসিভি (Typhoid Conjugate Vaccine)। ৯ মাস থেকে ১৫ বছরের বয়সী সকলে টাইফয়েড থেকে সুরক্ষিত থাকতে এ ভ্যাকসিন দেওয়ার কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন চান্দলা কেবি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাখাল চন্দ্রশীল, ই পি আই অফিসার আবুল কাশেমসহ টিকা গ্রহণকারী সকল শিশু ও কিশোরগণ।