কুবি প্রতিনিধি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে উন্মুক্ত কুরআন বিতরণ কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাব।
বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল কাইয়ুম চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ক্লাবের সদস্যরা শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআনের অনুবাদসহ ৩০০টি কপি বিতরণ করেন।
এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইবরাহীম ভুঁইয়া বলেন, “আজ কোরআন শরীফ পেয়ে সত্যিই আনন্দিত। আমরা যারা সাধারণ বিষয়ে পড়ি, দৈনন্দিন ব্যস্ততায় কোরআন পড়া হয়ে ওঠে না। পবিত্র কোরআন আল্লাহর পক্ষ থেকে আমাদের পথপ্রদর্শক, যার রক্ষণাবেক্ষণের দায়িত্বও তিনিই নিয়েছেন। এই মহিমান্বিত গ্রন্থ অবমাননা হলে মুসলমান হিসেবে গভীর কষ্ট পাই। ইসলামকে হৃদয়ে ধারণের প্রতীক হিসেবেই আজ কোরআন শরীফ নিতে এসেছি। আশা করি, এমন উদ্যোগ সব ক্যাম্পাসেই ছড়িয়ে পড়বে।”
নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারহানা আক্তার জেনি বলেন, “নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কুরআন অবমাননার প্রতিবাদে আজকের এই উন্মুক্ত কুরআন বিতরণ কর্মসূচি একটি চমৎকার উদ্যোগ। ফ্রিতে বাংলা অনুবাদসহ কুরআন বিতরণ করা হচ্ছে। এটি আমাদের জন্য খুবই উপকারী। আমি অনেকদিন ধরে একটি বাংলা অনুবাদ কোরআন সংগ্রহ করতে চাচ্ছিলাম, আজকে সেটি পেয়েছি। আমার বান্ধবীসহ আমরা খুব আনন্দিত।”
এ বিষয়ে কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের সভাপতি রিফাতুল ইসলাম বলেন, “নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অপূর্ব পালের যে ভিডিওটি প্রকাশ পেয়েছে, তা দেখলে যে ব্যক্তি কখনও কোরআন পড়েননি, তারও হৃদয়ে নাড়া দেয়। সেই অনুভূতি থেকেই আমরা অর্থসহ কুরআন বিতরণ করছি। যেন প্রত্যেকের অন্তরে কুরআন পৌঁছে যায়। আমরা শুধু কুরআন বিতরণই করিনি, বরং এক মিনিটের বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতারও আয়োজন করেছি, যেখানে পুরস্কারও রয়েছে। পরবর্তীতে আমরা কুরআন তিলাওয়াতের আয়োজন করার পরিকল্পনাও নিয়েছি।”