নাঙ্গলকোট প্রতিনিধি :
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-সহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগের দাবীতে কুমিল্লার নাঙ্গলকোটে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ।
সোমবার দুপুরে ইসলামী ব্যাংক নাঙ্গলকোট শাখা সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন চাকুরী প্রত্যাশী মাওলানা জোবায়ের হোসেন আনসারি ও হেলাল উদ্দিন তসলিম। এসময় নাঙ্গলকোট উপজেলার চাকুরী প্রত্যাশীরা মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, এস আলম গ্রুপ ২০১৭ সালে একটি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ দখলে নেয়। এস আলমের দখলের আগে ২০১৬ সাল শেষে ব্যাংকের জনবল ছিল ১৩ হাজার ৫৬৯ জন। এর মধ্যে চট্টগ্রাম জেলার ছিল ৭৭৬ জন। বর্তমানে ব্যাংকটিতে প্রায় ২২ হাজার কর্মকর্তা-কর্মচারী রয়েছে। যার মধ্যে ৪ হাজার ৫০০ জনের বেশি পটিয়া উপজেলার। দেশের ৬৩ জেলার প্রার্থীদের বঞ্চিত রেখে এক উপজেলার প্রার্থীদের প্রাধান্য দেওয়ায় ব্যাংকের সেবার মান ও প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে তারা মন্তব্য করেন। এসব কর্মকর্তাকে এস আলম নিয়ম ভেঙ্গে নিয়োগ দেন। এতে ব্যাংকের শৃঙ্খলা চরমভাবে ধসে পড়ে। এসব মানহীন কর্মকর্তা-কর্মচারীর যোগদানের পর থেকে ব্যাংকের গ্রাহকসেবার মান ক্ষুণ্ণ হয়। এছাড়াও বক্তারা অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিল করে সারা দেশ থেকে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার দাবি জানান।