আবু কোরাইশ আপেল
ইসলামি ব্যাংকের নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগের প্রতিবাদে এবং ব্যাংকের ভাবমূর্তি পুনরুদ্ধারের দাবিতে কুমিল্লার দাউদকান্দিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে দাউদকান্দি পৌরসদরের বাজার এলাকায় আহাম্মদীয়া প্লাজার সামনে ইসলামি ব্যাংক ভবনের সামনে ইসলামি ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেন ইসলামি ব্যাংক দাউদকান্দি শাখার প্রথমদিকের সদস্য নাসির উদ্দিন, আব্দুল্লাহ, ইসমাঈল, আলাউদ্দিন, নতুন চাকরি প্রত্যাশী আবু সাঈদসহ স্থানীয় বহু গ্রাহক ও সাধারণ মানুষ।
বক্তারা অভিযোগ করেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস. আলম গ্রুপের প্রভাব খাটিয়ে ইসলামি ব্যাংকে ব্যাপক অনিয়ম ও অবৈধ নিয়োগ দেওয়া হয়েছে। তারা বলেন,
এস. আলম কর্তৃক প্রদত্ত সব অবৈধ নিয়োগ বাতিল করতে হবে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে যোগ্য ও মেধাবী প্রার্থীদের যাচাইয়ের মাধ্যমে দক্ষ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিতে হবে।”
বক্তারা আরও দাবি জানান, এস. আলম গ্রুপ কর্তৃক পাচারকৃত হাজার হাজার কোটি টাকা দেশে ফিরিয়ে আনতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি সরকার কর্তৃক জব্দকৃত সম্পদ ব্যবহার করে এস. আলমের দায়ুদেনা সমন্বয়ের আহ্বান জানান তারা।
এ সময় বক্তারা বলেন, কিছু অসাধু কর্মকর্তা ও ব্যক্তি ইসলামি ব্যাংক সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালিয়ে ব্যাংকের সুনাম ক্ষুণ্ন করছে। এসব ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ইসলামি ব্যাংক দেশের অন্যতম জনপ্রিয় আর্থিক প্রতিষ্ঠান, যার ওপর লাখো গ্রাহকের আস্থা ও বিশ্বাস রয়েছে। তাই ব্যাংকের ভাবমূর্তি রক্ষায় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।