মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালা (কুমাড়পাড়া) গ্রামে দীর্ঘদিন ধরে একটি রাস্তা চলাচলে অনুপোযোগী ছিল। এ রাস্তায় চলাচলরত সাধারণ মানুষের দুর্ভোগ লাগবে মাধবপুর ইউনিয়নের কৃতি সন্তান ষাইটশালা দারুল সুন্নাহ দাখিল মাদ্রাসার সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী এসএম মোস্তাফিজুর রহমানের নিজ উদ্যোগে ও অর্থায়নে উক্ত রাস্তাটি গত দুদিন যাবত ইট ও সুরকি ফেলে সাধারণ মানুষের চলাচলে উপযোগী করে দেন।
উক্ত রাস্তায় চলাচলরত কুমার পাড়ার কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান আমরা দীর্ঘদিন যাবত এ রাস্তায় চলাচল করতে বহু কষ্ট হতো কোন ধরনের যানবাহন আসতো না একটু বৃষ্টি হলেই একেবারে চলাচলে অনুপযোগী হয়ে পড়তো আমাদের প্রত্যাশা ছিল সরকার কিংবা ইউনিয়ন পরিষদ উক্ত রাস্তাটি মেরামত করে দিবে, কিন্তু দীর্ঘদিন হয়ে গেল এ রাস্তাটি মেরামত করা হয়নি। তাই আমাদের গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক এস এম মুস্তাফিজুর রহমান আমাদের এই রাস্তাটি নিজ উদ্যোগ ও অর্থায়নে মেরামত করে দিয়েছে। আমরা এই রাস্তায় চলাচলত সাধারণ মানুষ মোস্তাফিজুর রহমানের কাছে কৃতজ্ঞ আমরা তার জন্য দোয়া করি।
এ ব্যাপারে নিজ উদ্যোগে রাস্তা নির্মাণকারী মুস্তাফিজুর রহমান বলেন এই এলাকার মানুষ অসহায় বঞ্চিত লাঞ্চিত তাদের পাশে থেকে এই রাস্তাটি করে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি আগামীতেও সাধারণ মানুষের পাশে থেকে সেবা করতে চাই।