মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে মুন্সীরহাট ইউনিয়নের ০৩নং ওয়ার্ড ছাতিয়ানী গ্রাম যুব বিভাগের উদ্যোগে বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৪ অক্টোবর) রাতে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই মজুমদার মার্কেটস্থ চিলেকোঠা ক্যাফে এন্ড রেস্টুরেন্টে এ উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, চৌদ্দগ্রাম উপজেলা শাখার সেক্রেটারি মু. বেলাল হোসাইন।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো. শাখাওয়াত হোসেন শামীম।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুন্সীরহাট ইউনিয়ন জামায়াত নেতা মো. কপিল উদ্দিন মোল্লা, মো. ওমর ফারুক পন্ডিত, মাস্টার মাসুম বিল্লাহ, আহসান উল্লাহ মোল্লা প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মো. নাসির উদ্দীন পন্ডিত, যুবনেতা মিজান ভূঁইয়া, মীর শাহেদুর রহমান, এডভোকেট সাইফ উদ্দিন মজুমদার, কামরুল হাসান সহ মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।