মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নবাগত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ সাজেদুল ইসলাম ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন।
গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া থানার পূর্বের অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেনের শূন্যস্থানে তিনি স্থলাভিষিক্ত হয়েছেন। কিছুদিন পূর্বে অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন তাৎক্ষণিক বদলির আদেশে অন্যত্র চলে যান।
যোগদানের কিছুক্ষণ পর ব্রাহ্মণপাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুল ইসলাম ব্রাহ্মণপাড়া বাসীর উদ্দেশ্যে বলেন, ব্রাহ্মণপাড়া থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নিয়ন্ত্রণে সম্মানিত ব্রাহ্মণপাড়া বাসীর সহযোগিতা কামনা করছি। আশা করি, সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে সহায়তা করবেন। ব্রাহ্মণপাড়া থানা পুলিশ আইনগত সকল সহায়তা প্রদানে সর্বোচ্চ চেষ্টা করবে ইনশাল্লাহ। আপনাদের যেকোনো আইনগত সহযোগিতার জন্য ব্রাহ্মণপাড়া থানার ডিউটি অফিসার ও ওসির কক্ষ সর্বদা খোলা আছে।