নাঙ্গলকোট প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ শিক্ষক পরিষদের আয়োজনে সাবেক সংসদ সদস্য, ড্যাব এর প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার এ কে এম কামারুজ্জামানের স্মরণ সভা ও দোয়া মাহফিল বুধবার সকালে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভায় সভাপতিত্ব করেন নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর ফিরোজ উল আলম চৌধুরী।
নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ প্রভাষক নুরুল আফসারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, নাঙ্গলকোট বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় সভাপতি মোহাম্মদ বশিরুজ্জামান, কলেজ শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক হাসান আহমেদ মজুমদার, প্রভাষক অহিদুর রহমান, লাইব্রেরিয়ান এ টি এম জিয়াউল হক।
স্মরণ সভায় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ প্রভাষক আলী আক্কাস, এনামুল হক, মীর শাহাব উদ্দিন, রিয়াজ মাহমুদ, আলা উদ্দিন, মকবুল আহম্মেদ, আলী আহম্মেদ, জসিম উদ্দিন, ওমর ফারুক, সাহাব উদ্দিন, নূরুল আলম, নাজমা আক্তার, ফৌজিয়া আক্তার, রেশমিন জান্নাত লাকী, সাজেদা আক্তার, নূর জাহান আক্তার, বিবি হাওয়া, আফরোজা সুলতানা, নাহিদ ফারহানা প্রমুখ।
অনুষ্ঠানে ডাক্তার কামারুজ্জামানের মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন কলেজ মসজিদ ইমাম মাওলানা রোকনুজ্জামান।
অনুষ্ঠান শেষে একই স্থানে ডাক্তার কামারুজ্জামানের আত্মার মাগফিরাত কামনায় নাঙ্গলকোট রওশন-রফিক একাডেমির পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের হাতে নগদ টাকা তুলে দেন অতিথি বৃন্দ।
একই দিন বিকালে নাঙ্গলকোট খান বাড়ি জামে মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে ডাক্তার কামারুজ্জামানের আত্মার মাগফিরাত কামনায় কুরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন পৌরসভা জামায়াত আমীর হারুনুর রশিদ, সেক্রেটারি এডভোকেট আনোয়ার হোসেন প্রমুখ।