নাঙ্গলকোট প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি এনসিপি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার বিকালে উপজেলা কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এনসিপি নাঙ্গলকোট উপজেলা প্রধান সমন্বয়কারী আল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এনসিপি'র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য প্রার্থী জয়নাল আবেদীন শিশির।
নাঙ্গলকোট উপজেলা এনসিপির সদস্য মীর মাহাদীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় নেতা আহমেদ ইসহাক, এনসিপি ঢাকা মহানগর নেতা শরীফ ওবায়দুল্লাহ, এনসিপির কেন্দ্রীয় সদস্য হাফছা জাহান, জেলা যুগ্ম সমন্বয়কারী রাশেদুল ইসলাম, এনসিপি যুগ্ম সমন্বয়কারী আরিফ হোসাইন, ডাঃ ফয়সাল হোসেন, ইঞ্জিনিয়ার সাবের হোসেন, আল আমিন ইভান প্রমুখ।
আলোচনা সভা শেষে গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি এনসিপি নাঙ্গলকোট উপজেলা কার্যালয় সংলগ্ন সড়ক থেকে শুরু করে নাঙ্গলকোট উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় গিয়ে শেষ করে।