মাহফুজ হাসান সিয়াম :
শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোবারক হোসেনকে বহিষ্কার করেছে সংগঠনের সদস্যরা। গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা কার্যালয়ে সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় অভিযোগ আনা হয়, সাধারণ সম্পাদককে বহিষ্কারের নোটিশে জাল স্বাক্ষর ব্যবহার করা হয়েছিল। এমনকি অনেক সদস্যকে বিভ্রান্ত করে স্বাক্ষর নেওয়া হয়। নোটিশটি সংগঠনের অফিসিয়াল প্যাডে লেখা হয়নি, অন্য একটি প্যাড ব্যবহার করা হয়। এ ছাড়া সভাপতির স্বেচ্ছাচারিতা, সদস্যদের সঙ্গে অশোভন আচরণ এবং সাধারণ সম্পাদকের মর্যাদাহানির প্রমাণ পাওয়া যায়।পরিস্থিতি পর্যালোচনা করে সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদকের কাছে দুঃখ প্রকাশ করা হয়। ঘোষণা দেওয়া হয়, তিনি তার পদে বহাল থাকবেন।পরে সহসভাপতি মোহাম্মদ মোশারফ ফকিরের সভাপতিত্বে এবং সহসাধারণ সম্পাদক মো. নাহিদুল ইসলাম নাহিদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনায় সর্বসম্মতভাবে সভাপতি মোবারক হোসেনকে বহিষ্কার করা হয়। সভায় গৃহীত সিদ্ধান্ত সহসাধারণ সম্পাদক পাঠ করেন এবং উপস্থিত সদস্যরা তা অনুমোদন দেন।সভায় আরও সিদ্ধান্ত হয়, আগামী সাত দিনের মধ্যে মোবারক হোসেনকে অভিযোগের জবাব দিতে হবে। নির্ধারিত সময়ে জবাব না দিলে তার সদস্যপদও বাতিল করা হবে।সভায় সংগঠনের সদস্য ছাড়াও স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।