মুরাদনগর প্রতিনিধি:
চলতি মৌসুমে অধিক লাভের সম্ভাবনায় আগাম জাতের শিম চাষ করছেন কুমিল্লার মুরাদনগর উপজেলা টনকী ইউনিয়ন মাজুর গ্রামের মোঃ জাহাঙ্গীর মিয়াসহ অনেক কৃষক।
আবহাওয়া ভালো ও জমি চাষের উপযোগী হওয়ায় শিমের বাম্পার ফলন হয়েছে। বাজারে দাম ভালো থাকায় শিম চাষ করে বাজিমাত করছেন চাষিরা। শিম চাষী মোঃ জাহাঙ্গীর মিয়া এবার রাস্তা পাশে ও জমিতে ১শ'টি মাদায় উচ্চফলনশীল জাতের শিম চাষ করছেন।
সরেজমিনে দেখা গেছে, বুধবার(১৭ সেপ্টেম্বর) সকালে জাহাঙ্গীর মিয়া চাষ করা জমির আনাচকানাচে গাছগুলো থোকায় থোকায় শিম ভরে গেছে। তিনি প্রতি বছর বিভিন্ন জাতের সবজি চাষ করেন। এবার তিনি বারি জাতের শিম চাষ করেছেন। প্রতি বছর শ্রাবণ মাসের শেষে অথবা ভাদ্র মাসের প্রথম দিকে ওই জমির শীতকালীন আগাম জাতের শিম লাগান তিনি। ভালো ফলনের জন্য গাছের যত্ম নিচ্ছেন বলে জানান।
এছাড়াও ইউনিয়ন কৃষি অফিসার পরামর্শ নেন তিনি। এবার আবহাওয়া অনুকূলে থাকায় জমিজুড়ে শিম গাছে ফুল এসেছে। তিনি আশা করেন কাঙ্ক্ষিত ফসল হবে। তারা আরও বলেন, শিম চাষে শ্রমিক খরচ,সূতা,কীটনাশক,পানি সারসহ প্রতি বিঘা জমিতে ২০-২২ হাজার টাকা খরচ করতে হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে প্রতি বিঘা জমিতে ১লাখ টাকার বেশি বিক্রি করা সম্ভব। টনকী গ্রামের শিম চাষী নজরুল ইসলাম বলেন, চলতি মৌসুমে ১০ শতাংশ জমিতে বারি - ১ জাতের শিম চাষ করেছেন। ফুল ভালো দেখা যাচ্ছে। সঠিকভাবে পরিচর্যার করলে তিনি ওই জমি থেকে সপ্তাহে দুইবার ৪-৫ মন করে শিম উত্তোলন করতে পারবেন। ইউনিয়ন উপ সহকারী কৃষি অফিসার পরামর্শে ওইসব এলাকায় সবজি চাষ হচ্ছে। কৃষকেরা লাভবান হচ্ছেন। আগাম জাতের শিম এলাকার চাহিদা পুরন করে বিভিন্ন হাটবাজারে বিক্রি করবেন।
মুরাদনগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পাভেল খাঁন পাপ্পু বলেন, চলতি মৌসুমে মুরাদনগর উপজেলায় জমিতে, রাস্তার পাশে ও বাড়ীর আঙ্গীনায় জোপঝাড়ে শিম আবাদ হয়েছে। বাজারে সবজির দাম ভালে পাওয়ায় আগাম সবজি চাষে ঝুঁকছেন বেশিরভাগ চাষী।