নেকবর হোসেন;
কুমিল্লায় যুবদল নেতা মাহাবুল আলী রাশেদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শাসনগাছা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।
আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে বিক্ষোভ জানান। তারা অভিযোগ করেন, স্বার্থ হাসিলের উদ্দেশ্যে একটি কুচক্রী মহল মাহাবুল আলী রাশেদকে জড়িয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা সংবাদ প্রকাশ করছে। অথচ তিনি একজন পরিচ্ছন্ন, নিষ্ঠাবান এবং সৎ ব্যক্তি হিসেবে এলাকায় সুপরিচিত। শাসনগাছা বাসস্ট্যান্ডে তিনি কোনো পদে নেই, মালিক সমিতি বা শ্রমিক ইউনিয়নের সঙ্গেও তার কোনো সম্পৃক্ততা নেই। এমনকি ওই এলাকায় তিনি নিয়মিত যাতায়াতও করেন না। তবুও তাকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজির সঙ্গে জড়ানোর চেষ্টা করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে কোনোভাবেই মিলে না।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, একটি মহল রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করার জন্য অসত্য তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু জনগণ এসব মিথ্যা অপপ্রচারকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তারা দাবি করেন, অবিলম্বে এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার বন্ধ করতে হবে এবং যারা এ কাজে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
বক্তারা শেষে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এ ধরনের অপপ্রচার বন্ধ না হয় তবে আন্দোলনের মাধ্যমে তার জবাব দেওয়া হবে। একইসঙ্গে সংবাদমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।
এসময় বক্তব্য রাখেন দি কুমিল্লা মোটর অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খলিলুর রহমান, শ্রমিক ইউনিয়ন ৯৩৮-এর যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান টিপু, মহানগর যুবদল ও দি কুমিল্লা মোটর অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য খোকন আহমেদ, শানগাছা বাস টার্মিনালের ইজারাদার ও মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক কামাল হোসেন, আদর্শ সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল হোসেন আবুল মেম্বার, দি কুমিল্লা মোটর অ্যাসোসিয়েশনের (রিয়েল সার্ভিস) রোড সেক্রেটারি বদিউল আলম এবং আদর্শ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইকরাম হোসেন সুমন প্রমুখ।