নেকবর হোসেন
কুমিল্লায় বাস ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশায় থাকা ৫ জন গুরুতর আহত হয়। বৃহস্পতিবার (১১ই সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম চকতোরা এলাকায় এ ঘটনা ঘটে।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
আহতরা হলেন লাকসাম উপজেলার আজগড়া ইউনিয়নের নাওটি গ্রামের ম্যানেজার বাড়ির বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা লাকসাম চকতারা এলাকা থেকে ৫ জন যাত্রী নিয়ে লাকসাম আজগড়া ইউনিয়নের নাওটি এলাকায় যাওয়ার জন্য রওনা হয়। কিছু দূর যাওয়ার পর অপর দিক থেকে আসা কুমিল্লাগামী কুমিল্লা সুপার নামে যাত্রীবাহী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এবং অটোরিকশার চালকসহ ৫ জন গুরুতর আহত হয়। দূর্ঘটনার পরপরই স্থানীয়রা আশংকাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান জানান, নাঙ্গলকোট থেকে ছেড়ে আসা কুমিল্লা সুপার বাসের সাথে কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক লাকসামের চকতোরা এলাকায় অপর দিক থেকে মিশুকের সাথে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। এতে মিনা নামে একজনের পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং অটোরিকশা চালকের দু পা ভেঙ্গে যায়। সবাইকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়।
মিনার বাবা জানান, মিনা বাবার বাড়ি বেড়ানো শেষে শাশুড়ী ঝা এবং এক মেয়ে এক ছেলেসহ দুপুরে খাওয়া দাওয়া শেষে নিজ বাড়ি উদ্দেশ্যে রওনা হয় দেয়। পথে দুর্ঘটনার স্বীকার হয়ে একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় তার। বাকিরাও পাঞ্জা লড়ছে মৃত্যুর সাথে। বর্তমানে সবাইকে মুমুর্ষ অবস্থায় এক এক করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় বাসটি জব্দ করা হয়। বাস চালক পলাতক রয়েছেন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে উর্ধতন কর্মকর্তার সাথে কথা বলে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেয়া হবে।