নেকবর হোসেন
যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট ও বিএনপি নেতা মনোয়ার সরকার বলেছেন, দেশপ্রেম, ধর্মীয় মূল্যবোধ, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক যোগ্যতাসম্পন্ন সংসদ সদস্যরাই আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে পারবে।
বিশ্বায়নের এই যুগে আমরা কোন ভাবেই পিছিয়ে থাকতে চাই না। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি উন্নত, স্বনির্ভর ও উন্নয়নশীল যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন সেই দেশ গড়ে তোলার জন্য তাঁরই সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশ গঠনে ভূমিকা রাখতে আমরা যেন পিছিয়ে না পড়ি, এজন্য তৃণমূলের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির জায়গাটিকে আরও বেশি সমৃদ্ধ করে তুলতে হবে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
কুমিল্লা-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনোয়ার সরকার বলেন, আওয়ামী লীগ সরকারের সময় মামলা, ভয়ভীতি ও পারিবারিক উদ্বিগ্নতার কারণে দেশে আসতে পারিনি। কিন্তু বিএনপি'র নেতাকর্মীদের মনোবল ধরে রাখতে দলের জন্য সুদূর প্রবাস থেকে ডিজিটাল প্লাটফর্মে আমরা কাজ করেছি। ছাত্র-জনতার একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর দেশের অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে কিছু স্বার্থান্বেষী মহল তৎপর রয়েছে, এ ব্যাপারেও আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, বিএনপির রাজনীতি করার কারণে আমি একযুগ দেশে ফিরতে পারিনি। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা পালিয়ে যাওয়ার ফলে আমার জন্মভূমিতে ফিরে আসতে পেরেছি। এই ফিরে আসার মধ্যদিয়ে প্রায় সাড়ে আট মাস দলের জন্য নিজ এলাকায় কাজ করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। নির্বাচনী এলাকার পথে-প্রান্তরে নেমে সাধারণ মানুষের খোঁজখবর নিচ্ছি। মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন মানুষের কল্যাণের জন্যই হতে হবে রাজনীতি। এই ব্রত নিয়ে আমি কাজ করছি, আমাদের বিএনপি'র নেতাকর্মীরা কাজ করছে।