মোঃ রেজাউল হক শাকিল,
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নানা অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি অভিযোগে তিন মিষ্টি কারখানা, খাদ্য উৎপাদনকারী কারখানার পাশে স্থায়ী ভাবে প্রতিষ্ঠান গড়ে মুরগী বিক্রির অভিযোগে এক ব্রয়লার মুরগীর দোকান, মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী দোকানে রাখা ও নিষিদ্ধ পলিথিন ব্যবহারের অভিযোগে দুই কনফেকশনারী দোকান ও সড়কে অবৈধ ভাবে গাড়ি পার্কিং এবং প্রবেশ করে যানযট সৃষ্টি করায় একটি আন্তঃজেলা লরি চালককে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা বাজার ও উপজেলার সাহেবাবাদ বাজার এলাকায় এ অভিযান পরিচালানা করেন উপজেলা প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। এসময় উপজেলা স্যানিটারি ইনিসপেক্টর পারভীন সুলতানা ও ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে সহযোগীতা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, অভিযানে উপজেলার দক্ষিণ চান্দলা বাজারের নানা অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি অভিযোগে মায়ের দোয়া মিষ্টি ভান্ডারকে ৫ হাজার, হারুন মিষ্টি ভান্ডারকে ২০ হাজার, চান্দলা মিষ্টি ভান্ডারকে ২০ হাজার, খাদ্য উৎপাদনকারী কারখানার পাশে স্থায়ী ভাবে প্রতিষ্ঠান গড়ে মুরগী বিক্রির অভিযোগে রনি ব্রয়লার হাউজকে ৫ হাজার, মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী দোকানে রাখা ও নিষিদ্ধ পলিথিন ব্যবহারের অভিযোগে জুয়েল কনফেকশনারিকে ৩ হাজার ও খান ডিপার্টমেন্টাল স্টোরকে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমান আদালতের ইউএনও মাহমুদা জাহান।
পরে তিনি উপজেলার সাহেবাবাদ বাজার এলাকায় সড়কে অবৈধ ভাবে গাড়ি পার্কিং এবং প্রবেশ করে যানযট সৃষ্টি করায় একটি আন্তঃজেলা লরি চালককে ৪ হাজার টাকা অর্থদণ্ড দেন।
এসময় তিনি এসব ব্যবসায়ী ও লরি চালককে ভবিৎষদের জন্য সতর্ক করে দেন এবং পরবর্তীতে আবারও এ ধরনের অপরাধ করলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রাহনের হুশিয়ারি দেন ইউএনও।