আবু কোরাইশ আপেল:
স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার দাউদকান্দিতে বর্ণাঢ্য র্যালী ও
বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক সংলগ্ন বিশ্বরোড় মডেল মসজিদের সামনে থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে বাজারে অবস্থিত শহীদ রিফাত শিশু পার্কে এসে শেষ হয়। র্যালী শেষে পার্কে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দল এর সাবেক আহবায়ক জিএস কামরুজ্জামান ফকিরের সভাপতিত্বে
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুম্ম আহবায়ক আলাউদ্দিন আহম্মেদের সঞ্চালনায় কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে র্যালী ও বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম।
অনুষ্ঠানে বিপুল উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে দলীয় নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। তারা বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযুদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেনের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ গ্রহন করেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন সুমন, সাবেক কাউন্সিলর সালাউদ্দিন সরকার, দাউদকান্দি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন পৌর যুবদলের আহবায়ক শরীফ চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুম্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন মোল্লা,বসির মিয়া,মনির হোসেন, মাসুম মেম্বার, আলী আব্বাস ছাড়াও স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।