নেকবর হোসেন
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় যুবদল নেতাসহ তিনজন নিহত হয়েছেন। আদর্শ সদর, বুড়িচং ও দেবীদ্বার উপজেলা পৃথক দুর্ঘটনায় এই প্রাণহানির ঘটনা ঘটে। মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার কারনে এসব দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ ও নিহতের স্বজনেরা নিশ্চিত করেন।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় দলীয় কাজ শেষে বাড়ি ফেরার পথে জেলার আদর্শ সদর উপজেলার রত্নবতী এলাকায় অজ্ঞাত গাড়ির সাথে সংঘর্ষে গুরুতর আহত হন মোঃ কবীর হোসেন (৪৮)। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। আশংকাজনক অবস্থায় ঢাকা নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২ টার দিকে কবীর হোসেন মৃত্যুগ্রহণ করেন।
কবীর হোসেন কুমিল্লা সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম। এদিকে বুধবার সকালে মরদেহ গ্রামের বাড়ী বানাশুয়াতে আসলে সেখানে এক হৃদয়বিধারক দৃশ্যর অবতারণা ঘটে। মৃত্যুকালে কবীর হোসেন স্ত্রী এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকায় স্বামীর মোটরবাইক থেকে ছিটকে পড়ে হ্যাপি ভৌমিক (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। স্বজনরা জানায়, বিকেলে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকায় কালভার্টে উঠতে গিয়ে হ্যাপি ভৌমিক মোটরবাইক থেকে ছিটকে পড়েন। এ সময় তার মাথায় রক্তক্ষরণ হয়। পরে নগরীর একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বুধবার সকাল ১০ টায় তার সৎকার করা হয়।
এদিকে বুধবার সকালে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে মনির হোসেন (৩৯) নামে একজন নিহত হন। নিহত মনির হোসেন সিএনজির চালক ছিলেন। তার বাড়ি মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার মোহাম্মদপুর গ্রামে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে মীরপুর হাইওয়ে ফাঁড়ীর উপপরিদর্শক আনিসুর রহমান বলেন, ঘাতক ট্রাকটিকে জব্দ আটক করা হয়েছে। চালক পালিয়েছে। আইননানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।