ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. আব্দুর রহিম অপুর মা রাবেয়া বেগম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় নিজ বাড়ি দুলালপুর দক্ষিণপাড়া ফকির বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। একই দিন বাদ আসর তাঁর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমা ৬ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজায় ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আমীর হোসেন, যুগ্ম আহ্বায়ক ও দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান রিপন ভূঁইয়া, দুলালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সরকার, উপজেলা যুবদলের আহবায়ক মো. মোস্তফা জামান, সদস্য সচিব মো. এনামুল হক সুমন, সাবেক যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া অপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সরকার, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. দিদারুল আলম ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহবায়ক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব জসিম উদ্দিন জসিম শোকসন্তপ্ত পরিবারের বাড়িতে গিয়ে গভীর সমবেদনা জানান।
এছাড়া কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় মজলিসে শোরা কমিটির সদস্য এডভোকেট ড. মোবারক হোসাইন এবং উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক মহসিন কবির সরকারসহ আরও বিভিন্ন মহল থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।
ক্যাপশন:- কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. আব্দুর রহিম অপুর মা রাবেয়া বেগম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। পরে একই দিন বাদ আসর তাঁর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।