নেকবর হোসেন
কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড চৌরাস্তায় সড়ক দুর্ঘটনায় তিশা ট্রান্সপোর্টের এক সুপারভাইজার নিহত হয়েছেন। রবিবার (১৭ আগস্ট) সকাল ৬টায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ডান পাশে তিশা প্লাস পরিবহন দাঁড়িয়ে ছিল। এসময় বাম দিক থেকে এশিয়া ট্রান্সপোর্ট বেপরোয়া গতিতে কাউন্টার ত্যাগ করার সময় তিশা ট্রান্সপোর্টের সুপারভাইজার অসাবধানতাবশত চাকার নিচে পড়ে যান। মুহূর্তের মধ্যেই তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
নিহত সুপারভাইজারের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলায়। তাৎক্ষনিক ভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায় ন। স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো নয় এবং ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনও তেমন পাশে নেই। ফলে হঠাৎ এই মৃত্যুর ঘটনায় তার পরিবার চরম সংকটে পড়েছে।
ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এশিয়া ট্রান্সপোর্টের চালক অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন এবং কোনো ধরনের সতর্কতা ছাড়াই গাড়ি চালু করেন। এসময় সুপারভাইজারটি পাশেই দাঁড়িয়ে ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
স্থানীয়রা জানান, পদুয়ার বাজার বিশ্বরোড চৌরাস্তায় প্রতিদিনই বাস ও ট্রান্সপোর্ট কাউন্টারের বেপরোয়া গাড়ি চলাচলের কারণে দুর্ঘটনা ঘটে থাকে। কিন্তু কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা রোধ করা যাচ্ছে না।