প্রেস রিলিজ।।
এন ডি মুন্সি কলিমুল্লাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলে প্রধান অতিথি বরুড়া কৃতি সন্তান বিশিষ্ট দানবীর ও সমাজসেবক জনাব এ জেড এম শফিউদ্দিন শামীম সাহেব।এসকিউ গ্রুপ ও এস কিউ ফাউন্ডেশন বাংলাদেশ।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি নোমান ইবনে মাদানী হুজুর উজানী মাদ্রাসা কচুয়া । উক্ত অনুষ্ঠানে জনাব মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ বঙ্গবন্ধু ওলামা পরিষদ কেন্দ্রীয় কমিটি।