ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রতিনিয়ত বেড়েছে চুরির ঘটনা। এবার চুরি করা মোবাইল বিক্রি করতে গিয়ে দুই চোরকে আটক করেছে স্থানীয় জনতা। পরে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়।
বুধবার(১৩ আগস্ট) বিকেলে উপজেলার দক্ষিণ নাগাইশ এলাকায় এই ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোর রাতে উপজেলার দক্ষিণ নাগাইশে প্রবাস ফেরত সিমুলের বসত ঘর থেকে দুইটি মোবাইল চুরি হয়। ওই দিন বিকেলে চুরি হওয়া মোবাইল বিক্রি করতে গিয়ে আটক হয় উপজেলা ধানদৌল গ্রামের রৌশনের ছেলে বাদশা নামে একজন। তাকে মারধর এর এক পর্যায়ে একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মেহেদী হাসানের নাম প্রকাশ করে। তাকেরকে আটকে পর গাছের সাথে বেঁধে গণধোলাই দিলে তারা চুরির অভিযোগ স্বীকার করে। তাদের কাছ থেকে চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে। পরবর্তীতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে স্থানীয় লোকজন।
ভুক্তভোগী সিমুল জানান, বৃহস্পতিবার সকালে আমি অটোরিকশা করে ধানদৌল এলাকায় গেলে তার উপর হামলা চালায় মোবাইল চুরির অভিযোগ ব্যক্তিরা। স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়।
এবিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক ( তদন্ত ) টমাস বড়ুয়া বলেন, চুরির ঘটনা আমাদেরকে কেউ জানায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।