নেকবর হোসেন
কুমিল্লায় পৃথক তিনটি অভিযানে ১০ হাজার পিস ইয়াবা, ২০ কেজি গাঁজা ও ৩৫ বোতল স্কাফ সহ তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১, সিপিসি-২। শনিবার (১০ আগস্ট) রাতে কোতোয়ালী মডেল থানার শাহপুর, শালুকমোড়া ও ধনপুর এলাকায় এসব অভিযান চালানো হয়।
আটকরা হলেন, মুন্সীগঞ্জের ভবেরচরের আব্দুর রহিমের ছেলে মো. অর্ক (৩২), কুমিল্লার পালপাড়ার রিপন মিয়ার ছেলে মো. তুষার (২৬) ও চাঁদপুরের মতলব উত্তরের তুষপুর গ্রামের মো. জুলহাস মিয়ার ছেলে মো. মামুন হাসান (২৮)।
র্যাব জানায়, প্রথম অভিযানে শাহপুর এলাকা থেকে মো. অর্ককে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে ৩৫ বোতল স্কাফ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। দ্বিতীয় অভিযানে শালুকমোড়া থেকে মো. তুষারকে আটক করে ২০ কেজি গাঁজা ও একটি সিএনজি জব্দ করা হয়। তৃতীয় অভিযানে ধনপুর থেকে মো. মামুন হাসানের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে স্কাফ, গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে মুন্সীগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর সহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।