আবুল কালাম আজাদ:
উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া ও তার পিতা বিল্লাল হোসেন মাস্টারকে নিয়ে অশোভন মন্তব্য ও অপপ্রচার রুখতে মুরাদনগরে আলোচনা সভায় প্রতিবাদ করেছে মুরাদনগর উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া ও তার পিতা বিল্লাল হোসেন মাস্টারকে নিয়ে কটুক্তি ও অপপ্রচার রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থি বলে মত দেন এনপিপির মুরাদনগর উপজেলা আহবায়ক মিনহাজুল হক মিনহাজ।
শুক্রবার (৮ আগষ্ট) সন্ধ্যায় বাঙ্গরা বাজার এনসিপির কার্যালয়ে আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন বাঙ্গরা বাজার থানা শাখার এনসিপির সভাপতি শেখ আলমগীর হোসেন। সঞ্চালনা করেন শফিকুল ইসলাম ভূঁইয়া, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা এনপিপির আহবায়ক মিনহাজুল হক মিনহাজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা এনপিপির সার্চ কমিটির যুগ্ম আহবায়ক কবির হোসেন, জসীম উদ্দিন, শাহআলম, ইকবাল কবির, কামাল হোসেনসহ সার্চ কমিটির আরও নেতৃবৃন্দ এবং উপস্থিত ছিলেন তিন শতাধিক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন।