ব্রাহ্মণপাড়াপ্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে ড্রেজার মেশিন দিয়ে জলাধার ভরাটের অপরাধে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ( ৭ আগস্ট ) দুপুরে উপজেলার মাধবপুর ইউনিয়নের কান্দুঘরের ঘাগরা কাটা এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান। এ সময় থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
সূত্র জানায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের কান্দুঘর এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে জলাধার ভরাটের অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ভবিষ্যতের জন্য তাকে সতর্ক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান বলেন, অবৈধভাবে ড্রেজিং করে জলাধার ভরাট করে শ্রেণি পরিবর্তনের অপরাধে মালিকপক্ষকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী অর্থদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।