শামীম রায়হান ॥
কুমিল্লার দাউদকান্দিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণকে সংবর্ধনা প্রদান ও সম্মানী বিতরন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
রবিবার(২৬ মার্চ) দুপুরে দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনের হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণকে সংবর্ধনা প্রদান ও সম্মানী বিতরন এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ সুমন সরকারের সঞ্চালণায় ও দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো.মহিনুল হাসানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আহসান হাবিব চৌধুরী,সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার,মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা,পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম,বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন ও সদর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন প্রমূখ৷
অলোচনা সভা শেষে দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইনের অর্থায়নে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের ৩৮ জন সদস্যের প্রত্যেকে নগত অর্থ প্রদান করা হয়৷