চৌদ্দগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে এই প্রথম সরাসরি কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনকে কেন্দ্র করে গত কয়েক দিন যাবৎ মূল নেতৃত্বের প্রত্যাশী সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের প্রার্থীরা নির্ঘুম রাত কাটিয়েছেন। তারা সকলেই প্রত্যেকটি ওয়ার্ডের কাউন্সিলরদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেছেন। এমন অবস্থা দেখে অনেকের কাছে মনে হয়েছে এই বুঝি সত্যিকার গণতন্ত্র ফিরে এসেছে, ভোটের অধিকার ফিরে এসেছে। যে ভোট ও গণতন্ত্র বিগত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী সরকার কুক্ষিগত করে রেখেছিল।
শুক্রবার (০১ আগস্ট) দিনভর টানটান উত্তেজনার মধ্য দিয়ে বিকাল ৪টায় মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিকতার শুরুতেই মাঠের পূর্ব পাশের ভবনের নিচতলায় শতাধিক স্বেচ্ছাসেবকের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সম্মেলনের প্রধান বক্তা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট আলী আক্কাস, বিশেষ অতিথি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা জামান, আহবায়ক কমিটির সদস্য এনামুল হক ছুট্টু, সাজেদুর রহমান মোল্লা হিরণ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মুন্সীরহাট ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের টিম লিডার, উপজেলা বিএনপি’র সাবেক দফতর সম্পাদক মো. গিয়াস উদ্দিনের তত্ত¡াবধানে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে স্বচ্ছ ব্যালট পেপারে নির্দিষ্ট প্রতীকে সিল মারার মাধ্যমে কাউন্সিলদের ভোট গ্রহণ শুরু হয়। টানা ৩ ঘন্টা ভোট গ্রহণ শেষে রাত ৮টায় দ্বি-বার্ষিক সম্মেলনের ২য় পর্ব শুরু হয়। ভোটের ফলাফল গণনার পূর্বে উপস্থিত সকলের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র আহŸায়ক জাকারিয়া তাহের সুমন ও উদ্বোধকের বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপি’র আহবায়ক মো: কামরুল হুদা।
মুন্সীরহাট ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মো: জালাল উদ্দিন মোল্লা’র সভাপতিত্বে ও উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ দাউদ ও মুন্সীরহাট ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুল হালিম ভূঁইয়া’র যৌথ সঞ্চালনায় সম্মেলনে চৌদ্দগ্রাম উপজেলার বিএনপি, পৌরসভা বিএনপি ও ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিদের আলোচনা শেষে এই যেন কাঙ্খিত কোন ফলাফলের জন্য উপস্থিত লোকজনের অপেক্ষার পালা শুরু হয়। সবার তীক্ষ নজর মঞ্চের দিকে না জানি কি হতে কি হচ্ছে। হা করে তাকিয়ে আছে ভোট গণনার দিকে। রাত ৯টায় মাইকে ঘোষণার মাধ্যমে সবার সম্মুখেই শুরু হয় ভোট গণনার কাজ। কোন প্রার্থী যেন কোন ধরনের আপত্তি করতে না পারে তার জন্যই এমন ব্যবস্থা করেন দায়িত্বশীল নেতৃবৃন্দ। রাত ১১টায় ভোট গণনা শেষে কাঙ্খিত ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে মুন্সীরহাট ইউনিয়ন বিএনপি’র সভাপতি পদে মো: জালাল উদ্দিন মোল্লা ২৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, বিপরীতে মুজিবুর রহমান মুজিব ১২৬ ভোট পেয়েছেন, সাধারণ সম্পাদক পদে মাকসুদুর রহমান মাসুদ ২২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিপরীতে ইউসুফ মিয়া পেয়েছেন ১২৮ ভোট। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো: সোলায়মান ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, বিপরীতে মীর আলমগীর হোসেন ১৪১ ভোট পেয়েছেন। উৎসবমূখর এমন একটি সুন্দর সম্মেলন শেষ করায় নেতাকর্মীরা নির্বাচন পরিচালনাকারী নেতৃবৃন্দদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। ভবিষ্যতেও এমন গণতান্ত্রিক নিয়মে যোগ্য নেতৃত্ব নির্বাচিত করা হবে বলে প্রত্যাশা করছেন তারা।