সদর দক্ষিণ প্রতিনিধি।।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীর ফুলতলী এলাকায় যাত্রীবাহী মদিনা বাসের চাপায় দুই অটোরিক্সা যাত্রী নিহত হয়েছে। ঘটনায় অটো চালকসহ আরো ৪ যাত্রী গুরুতর আহত হয়েছেন। শনিবার ২৫ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ফুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি বিষয়টি রাতে নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ ওসি দেবাশীষ চৌধুরী।
তিনি জানান আমরা ক্ষতিগ্রস্ত গাড়ি দুটো থানায় নিয়ে আসি নিহত আমানুল্লাহ মজুমদার (২৮) ইব্রাহিম মজুমদারের ছেলে। তিনি সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকার বাসিন্দা। অপর নিহত একই উপজেলার টঙ্গিরপাড়ু গ্রামের ফাতেমা আক্তার (৩০)। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ এম এস শিকদার। তিনি জানান এ ঘটনায় ৪ জন আহত হয়েছে। এর মধ্যে কলেজ দুজন ঢাকায় পাঠানো হয়েছে। বাকি ২জন কুমিল্লা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।