ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:
যে রাস্তায় গর্ত, সে পথে গতি থেমে যায়, আর যে রাস্তায় গতি থেমে যায়, সেখানে উন্নয়নও আটকে যায়। কুমিল্লা-মিরপুর সড়ক এ অঞ্চলের মানুষের স্বপ্ন, প্রয়োজন আর প্রগতির মূল পথ।
এ সড়ক শুধু যান চলাচলের মাধ্যম নয়, এটা কৃষকের ফসল, শিক্ষার্থীর ভবিষ্যৎ, রোগীর জীবন, ব্যবসায়ীর স্বপ্ন আর হাজারো যাত্রীর প্রতিদিনের ভরসা। আমরা চাই উন্নত, নিরাপদ ও চার লেনের কুমিল্লা-মিরপুর সড়ক। দীর্ঘ অবহেলার অবসান হোক, এখনই সময় পরিবর্তনের, উন্নয়নের পথে হাঁটার।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে কুমিল্লা -মিরপুর সড়ক সংস্কার সহ চার লেনে উন্নত করার দাবীতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর এডভোকেট মোবারক হোসাইন এসব কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, কুমিল্লা-মিরপুর সড়কটি একটি অবহেলিত সড়ক। এই সড়ক প্রতিদিন ছোট-বড় দূর্ঘটনা ঘটছে। তাই আমরা চাই অতি দ্রুত এই সড়কটি সংস্কারসহ চার লেনে উন্নীত হোক। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক অহিদুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন, বুড়িচং সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি তাজুল ইসলাম, সেক্রেটারি মাসুদ মৈশান, হাফেজ রুহল আমিন, ছাত্রনেতা আফনাম মোজাহিদ, জয়নাল আবেদীনসহ বিভিন্ন স্তরের জনগন।