কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে-(কুবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের-(কুকসু) দাবীর নামে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের গুরুত্বপূর্ণ স্থানে কালার-স্প্রে করে সৌন্দর্য নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে সমালোচনার মুখে পরেছেন অভিযুক্ত শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৯ জুলাই) আনুমানিক দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী মূল ফটকের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কালো ও নীল রঙের স্প্রে দিয়ে ‘কুকসু চাই’ লিখেন।
এ ঘটনার প্রেক্ষিতে ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একইসাথে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করার সাথে জড়িত ব্যাক্তিদের শাস্তির দাবী জানান।
এ বিষয়ে আইন বিভাগের শিক্ষার্থী মো. সালমান হোসেন বলেনূ ‘আপনি কুকসু চাইতে পারেন। এটা আপনার অধিকারূ কিন্তু তাই বলে একটা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য নষ্ট করার অধিকার তো কেউ আপনাদের দেয় নাই। বিশ্ববিদ্যালয়কে নিজেদের বাপ দাদার সম্পত্তি মনে করলে তো হবে না। সৌন্দর্য নষ্ট করার জন্য তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্তা নিতে হবে প্রশাসনকে।’
এ বিষয়ে গণিত বিভাগের শিক্ষার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক মো. হান্নান রহিম বলেনূ ‘কুকসু সকল শিক্ষার্থীর দাবী। কিন্তু এভাবে গেইট নোংরা করে দাবী আদায় করতে গেলে শিক্ষার্থীদের দ্বারাই সমালোচিত হবে। এটা খুবই লেইম একটা কাজ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গেইট ক্যাম্পাসের মূল সৌন্দর্য।’ এ ছাড়াও তিনি ুপ্রশাসনের জায়গা থেকে জবাবদিহিতা চাইবে, তাদের শো-কজ করবে।”—বলে প্রত্যাশা ব্যাক্ত করেন।
দেয়াল লিখনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য নষ্টের দায় স্বীকার করে নাঈম ভূইয়া বলেনূ ‘আমরা যখন এটা করেছি আমাদের ধারণা ছিলো না যে এটার কারণে সৌন্দর্য নষ্ট হবে। এ কাজটা অযৌক্তিক হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সৌন্দর্য ফিরিয়ে আনার।’