শামীম রায়হান॥
জাতীয় গণহত্যা দিবসে শহীদদের প্রতি মোমবাতি প্রজ্বলনের মধ্যে দিয়ে বিনম্ন শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শনিবার(২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে দাউদকান্দি উপজেলার বিশ্বরোডে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি এ শ্রদ্ধা নিবেদন করা হয়। মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন করেন,দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সোহরাব হোসেন,বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল কুদ্দুস সরকারসহ দাউদকান্দি উপজেলার বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, এসময় উপস্থিত ছিলেন,দাউদকান্দি পৌরসভার প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিবসহ অসংখ্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ। শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন শেষে অতিথিবৃন্দ ২৫ মার্চের ভয়ালতম রাতের স্মৃতিপটে দীপ্তকন্ঠে দেশের স্বাধীনতাকে অক্ষুন্ন রাখতে নতুন প্রজন্মের কাছে সেই রাতের বিভৎসময় হত্যাযজ্ঞের কথা তুলে ধরার আহবান জানান।