নেকবর হোসেন
বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনুকে সভাপতি ও অধ্যক্ষ হুমায়ুন কবীর মাসউদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ২০২৫-২০২৭ বর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। একই সাথে ডা. মোসলেহ উদ্দিন আহমেদকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে কুমিল্লা ক্লাবে আয়োজিত বাপা কুমিল্লার বার্ষিক সাধারণ সভা শেষে সংগঠনের বিদায়ী সভাপতি ডা. মোসলেহ উদ্দিন আহমেদ এ দুটি কমিটি ঘোষণা করলে উপস্থিত সভায় করতালি দিয়ে সমর্থন প্রদান করেন।
বাপা কুমিল্লার নব গঠিত উপদেষ্টা কমিটির মধ্যে রয়েছেন ডা. মোসলেহ উদ্দিন আহমেদ, অধ্যক্ষ শফিকুর রহমান, সাংবাদিক আবুল হাসানাত বাবুল, ডা. ইকবাল আনোয়ার ও আলহাজ্ব শাহ মো আলমগীর খান।
নব গঠিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি বদরুল হুদা জেনু, সহ সভাপতি, অধ্যাপক আবদুল মতিন সৈকত,ডা.গোলাম শাহজাহান,রোকেয়া বেগম শেফালী ও এড.শামিমা আক্তার জাহান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ হুমায়ুন কবীর মাসউদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাজাদা এমরান,আইরিন মুক্তা অধিকারী,অচিন্ত দাস টিটু কোষাধ্যক্ষ মাহমুদা আক্তার,নির্বাহী সদস্য, আলী আকবর মাসুম,খায়রুল আহসান মানিক,অশোক বড়ুয়া,গাজিউল সোহাগ,রেজবাউল হক রানা,আবদুল্লাহ আল মাহবুব শিশির , শাকিলা জামান, রফিকুল ইসলাম সোহেল, তানভীর দীপু, দেলোয়ার হোসেন টুটুল ও ডি এম রিয়াদ।
এর আগে বৃহস্পতিবার বেলা ১১ টায় কুমিল্লা ক্লাবের ক্যাফেটেরিয়ায় বাপা কুমিল্লার সভাপতি ডা. মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আকবর মাসুমের সঞ্চালনায় সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে ওই সভা হয়। সভায় বাপার গত দশ বছরের কার্যক্রম লিখিত ভাবে অবহিত করেন সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম। সভায় আগামী দিনে বাপার কার্যক্রম গতিশীল করার তাগিদ দেওয়া হয়।
সাধারণ সভায় বক্তব্য রাখেন, ডা. মোসলেহ উদ্দিন আহমেদ, অধ্যক্ষ শফিকুর রহমান, সাংবাদিক আবুল হাসানাত বাবুল, আলহাজ্ব শাহ মো আলমগীর খান, বদরুল হুদা জেনু, মতিন সৈকত,ডা.গোলাম শাহজাহান, এড.শামিমা আক্তার জাহান, হুমায়ুন কবীর মাসউদ, শাহাজাদা এমরান, অচিন্ত দাস টিটু, মাহমুদা আক্তার, আলী আকবর মাসুম,অশোক বড়ুয়া,রেজবাউল হক রানা,আবদুল্লাহ আল মাহবুব শিশির , মামুন, রফিকুল ইসলাম সোহেল প্রমুখ।