নেকবর হোসেন
আগামী ১৯ জুলাই ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কুমিল্লায় গণমিছিল করেছে দলটি।
বুধবার (১৬ জুলাই) বিকেলে কুমিল্লা মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর কান্দিরপাড় টাউন হল চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ছাতিপট্টি এলাকায় গিয়ে শেষ হয়।
গণমিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর জামায়াতের আমীর ও সদর আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট শাহজাহান, মহানগর সহকারী সেক্রেটারি মুহাম্মদ মাহবুবুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক এমদাদুল হক মামুন, সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, অফিস সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি কাজী নজির আহম্মেদ, কর্মপরিষদ সদস্য দেলোয়ার হোসেন সবুজ, এবং জামায়াত নেতা মু. নুরে আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ১৯ জুলাইয়ের মহাসমাবেশে উপস্থিত থেকে ৭ দফা দাবি আদায়ে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর প্রতি শালীন ভাষা ও আচরণ বজায় রাখার আহ্বান জানান। তারা বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি।
গণমিছিলে বিপুলসংখ্যক মানুষ নানা লেখা সংবলিত প্ল্যাকার্ড, লিফলেট ও দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে অংশগ্রহণ করেন।