1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুবি শিক্ষার্থীদের মানববন্ধন :হাসান কামরুলকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা - Dainik Cumilla
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
তারেক জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে দাউদকান্দিতে বিক্ষোভ কুবিতে ভাইস-চ্যান্সেলর ও ইউজিসি বৃত্তি বিতরণ ২০ জুলাই চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জেরে বাড়ীঘরে হামলা-ভাংচুর, আহত ৩ কুবি শিক্ষার্থীদের মানববন্ধন :হাসান কামরুলকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা কুমিল্লার দেবীদ্বারে এবার নিজ ঘরে ঢুকে গৃহবধূকে হত্যা চৌদ্দগ্রামে যুবদল নেতার হাতে চিকিৎসক লাঞ্চিত কুবি শিক্ষার্থীদের স্মারকলিপি: নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান নাঙ্গলকোটে গরু ঘাস খাওয়ার জেরে সন্ত্রাসী হামলা, ১০বাড়ি ভাংচুর চৌদ্দগ্রামে মব সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মব সৃষ্টির প্রতিবাদে কুমিল্লায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কুবি শিক্ষার্থীদের মানববন্ধন :হাসান কামরুলকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা

  • প্রকাশিতঃ বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৩ বার পঠিত

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মো. কামরুল হাসান কর্তৃক সহকারী প্রক্টর ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মো. মুতাসিম বিল্লাহকে হুমকি ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (১৬জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল কাইয়ুম চত্বরে প্রায় ২০০ শিক্ষার্থী মানববন্ধন করেন।

এসময় শিক্ষার্থীরা হাসান কামরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, “হাসান কামরুলের ঠিকানা, এই ক্যাম্পাসে হবেনা,” “সন্ত্রাসীদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবেনা,” “আদু ভাইয়ের ঠিকানা, এই ক্যাম্পাসে হবেনা,” “ছাত্রলীগের ঠিকানা, এই ক্যাম্পসে হবে না” ইত্যাদি।

মানববন্ধনে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাঈম ভুঁইয়া বলেন  “আমরা ছোট বেলায় স্কুলে শিখেছি শিক্ষক পিতৃসম কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমাদের একজন শিক্ষককে হাসান কামরুল কর্তৃক হুমকি দিয়ে গেল, এর আগেও সে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইস্যাু নিয়ে নানারূপ কোন্দল লাগিয়ে দিতে চায়, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই ”

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ডিবেটিং সোসাইটির সভাপতি মুহসিন জামিল বলেন, হাসান কামরুল কে আমরা ২০২০ সাল থেকে চিনি। তবে এই চেনাটা কোনো পজিটিভ চেনা নয়, এটা সম্পূর্ণ নেগেটিভ। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইস্যুতে সে কিভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেতে চায়। সে বিশ্ববিদ্যালয়ের যেসকল গ্রুপ আছে সেগুলোকে কুক্ষিগত করে রাখে এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের নামে বিভিন্ন প্রোপাগাণ্ডা ছড়াতে থাকে।

আমরা যদি হাসান কামরুলের ইতিহাস দেখি তাহলে দেখতে পারবের সে তার ফেসবুক স্ট্যাটাসে দেখতে পারবেন সে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষকদের নিয়ে বিভিন্ন মুখরোচক কথা লিখে থাকে। তার এই কর্মকান্ডের পিছনে কে ইন্ধন দিচ্ছে তাও আমাদের দেখতে হবে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শোয়াইব হোসাইন আলামিন বলেনূ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লোক সাপ্লাই দিতে পারেনি বলে হাসান কামরুল মোতাসিম বিল্লাহ’র পেছনে লেগেছে। এই আদুভাই প্রথম ব্যাচ (২০০৬-০৭) হয়ে এখন ক্যাম্পাসে কী করে! শিক্ষকদের বলতে চাই আপনাদের সহকর্মী আক্রান্ত হয়েছে আপনাদের উচিত তার পাশে দাঁড়ানো। আমি প্রশাসনকে বলতে চাই এই হাসান কামরুলকে যেন তাকে যেন ক্যাম্পাসে বিশৃঙ্খলা করতে না দেয়া হয়। তাকে আজীবনের জন্য ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করলাম।

শিক্ষার্থীদের মানববন্ধন নিয়ে ইংরেজি বিভাগের চেয়্যারম্যান শরিফুল করিম বলেন, “বিশ্ববিদ্যালয়ে আমার সহকর্মীকে হুমকি এবং তার বিরুদ্ধে জেনারেল ডায়েরি প্রতিবাদ জানাচ্ছি, আমি আমার সহকর্মীর পক্ষে পূর্ণ সমথর্ন দিচ্ছি ”

প্রসঙ্গত, গত ১১জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানের সময় ফুল দেওয়াকে কেন্দ্র করে প্রো-ভিসি অধ্যাপক ড. মাসুদা কামাল ও সহকারী প্রক্টর মুতাসিম বিল্লাহকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাসান কামরুলের বিরুদ্ধে। পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষক থানায় জিডি করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD